মহানবী হজরত মুহাম্মদ (সা.) যেসব খাবার পছন্দ করতেন না, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর সব অভ্যাস ও আচরণ আমাদের জন্য অনুসরণীয়। তাঁর জীবনযাপনের ধরন ছিল স্বাস্থ্যকর। যেসব খাবার হালাল হওয়া সত্ত্বেও নিজের বা অন্যের জন্য কষ্টকর হয় তা খাওয়া থেকে নবীজি (সা.) বিরত থাকতেন। উম্মতকেও এসব খাবার খেতে নিষেধ করেছেন।
খাবার গ্রহণে রাসুলুল্লাহ (সা.) এর চমৎকার নীতি ছিল। আধুনিককালে স্বাস্থ্যবিজ্ঞান সেটিকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকার করেছে। শরীর, পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর এমন কোনো খাবারই গ্রহণ করতেন না নবী (সা.)। রাসুল (সা.) যদি কোনো খাবার অপছন্দ করতেন, কিংবা আগ্রহ না পেতেন, তাহলে জোর করে আহার করতেন না। সুস্থ থাকার জন্য এটি বড় একটি মূলনীতি।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website:
http://bijoy.tv/
Facebook:
https://www.facebook.com/bijoytvlimited
Youtube:
http://youtube.com/bijoytvofficial
Тэги:
#BIJOY #bijoytv #নবীজি_যেসব_খাবার_পছন্দ_করতেন_না